More
    Homeজাতীয়দোল উপলক্ষ্যে একাধিক উৎসব স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়াল পূর্ব রেলওয়ে, একনজরে দেখে...

    দোল উপলক্ষ্যে একাধিক উৎসব স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়াল পূর্ব রেলওয়ে, একনজরে দেখে নিন তালিকা

    একাধিক উৎসব স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়াল পূর্ব রেলওয়ে। তা নিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। সেই সঙ্গে দোল উপলক্ষ্যে কলকাতা-পুরী-কলকাতা বিশেষ সুপারফাস্ট ট্রেন চালানো হবে। যে ট্রেন কলকাতা থেকে ছাড়বে আগামী শনিবার এবং ফিরতি পথে পুরী থেকে ছাড়বে আগামী রবিবার।

    একনজরে দেখে নিন ট্রেনের তালিকা –

    ১) ০৫০৪৮ গোরখপুর-কলকাতা স্পেশাল (রবিবার, সোমবার, মঙ্গলবার, শুক্রবার) : আগামী ২৯ জুন পর্যন্ত ট্রেন চলবে।

    ২) ০৫০৪৭ কলকাতা-গোরখপুর (সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার) : আগামী ১ জুলাই পর্যন্ত চলবে ট্রেন।

    ৩) ০৫০৫০ গোরখপুর-কলকাতা (বুধবার এবং শনিবার) : আগামী ৩০  জুন পর্যন্ত ট্রেন চলবে।

    ৪) ০৫০৪৯ কলকাতা-গোরখপুর (রবিবার এবং বুধবার) : আগামী ৩০ জুন পর্যন্ত চলবে ট্রেন।

    ৫) ০৫০৫২ গোরখপুর-কলকাতা (বৃহস্পতিবার) : আগামী ২৪ জুন পর্যন্ত ট্রেন চলবে।

    ৬) ০৫০৫১ কলকাতা-গোরখপুর (শুক্রবার) : আগামী ২৫ জুন পর্যন্ত চলবে ট্রেন।

    ৭) ০৫০৯৮ জম্মুতাওয়াই-ভাগলপুর স্পেশাল (মঙ্গলবার) : আগামী ২৯ জুন পর্যন্ত ট্রেন চলবে।

    ৮) ০৫০৯৭ ভাগলপুর-জম্মুতাওয়াই স্পেশাল (বৃহস্পতিবার) : আগামী ১ জুলাই পর্যন্ত চলবে ট্রেন।

    ৯) ০৫০২৮ গোরখপুর-হাটিয়া স্পেশাল (প্রতিদিন) : আগামী ৩০ জুন পর্যন্ত ট্রেন চলবে।

    ১০) ০৫০২৭ হাটিয়া-গোরখপুর স্পেশাল (প্রতিদিন) : আগামী ১ জুলাই পর্যন্ত চলবে ট্রেন।

    এছাড়াও দোল উপলক্ষ্যে কলকাতা-পুরী-কলকাতা স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেলওয়ে। আগামী শনিবার (২৭ মার্চ) রাত ১১ টা ৪৫ মিনিটে কলকাতা থেকে ছাড়বে ট্রেন। পুরী পৌঁছাবে পরদিন সকাল ৯ টা ৩৫ মিনিটে। যাত্রাপথে আন্দুল, খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, ভুবনেশ্বর এবং খুরদা রোডে দাঁড়াবে। ফিরতি পথে রবিবার (২৮ মার্চ) দুপুর ২ টোর সময় ট্রেন ছাড়বে। কলকাতায় পৌঁছাবে রাত ১১ টা ৫০ মিনিটে। আপ ট্রেনের (কলকাতা-পুরী) বুকিং শুরু হয়েছে আজ সকাল ৮ টা থেকে। ইন্টারনেট এবং কাউন্টার থেকে টিকিট কাটা যাবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments