‘দোষীদের শাস্তি হবেই…’ স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে গিয়ে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। শনিবার হঠাৎই এসে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও। মুখ্যমন্ত্রী জানান নিরাপত্তাজনিত নানা নিষেধাজ্ঞা থাকার পরেও কেবলমাত্র ডাক্তারদের দাবি শুনতে সেখানে ছুটে এসেছেন তিনি। মমতা বলেন, ‘আপনারা কাজে ফিরতে চাইলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করব এবং কথা বলব মুখ্যসচিব থেকে স্বরাষ্ট্রসচিব, ডিজি সকলের সঙ্গেই। দোষীরা শাস্তি পাবেই। আমি কোনও অবিচার হতে দেব না।’ সেইসঙ্গে এও প্রতিশ্রুতি দেন আন্দোলনরত ডাক্তারদের বিরুদ্ধে কোনও পদক্ষেপও করবেন না তিনি।