Friday, March 24, 2023
Homeখবরদ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের অনলাইন পঠনপাঠনের জন্য ট্যাব দেবে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী

দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের অনলাইন পঠনপাঠনের জন্য ট্যাব দেবে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী

করোনা পরিস্থিতিতে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের পঠনপাঠন যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য প্রত্যেককে একটি করে ট্যাব দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘ট্যাবের মাধ্যমে বারো ক্লাসের ছেলেমেয়েরা অন্তত পড়াশোনাটা ফলো করতে পারবে।’

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুন মাসে আয়োজন করা নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেজন্য প্রত্যেককে একটি করে ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এখন অনেকের কাছেই মোবাইল ফোন না থাকায় তাদের পঠনপাঠনে সমস্যা হচ্ছে। ট্যাবের মাধ্যমে বারো ক্লাসের ছেলেমেয়েরা অন্তত পড়াশোনাটা ফলো করতে পারবেন।’

এদিন মুখ্যমন্ত্রী পরিসংখ্যান দিয়ে বলেন, ‘১৪,০০০ উচ্চ মাধ্যমিক স্কুল ও ৬৩৬টি মাদ্রাসা রয়েছে। সরকারি ও সরকার পোষিত এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ৯.৫ লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেবে রাজ্য সরকার’। মমতা জানান, যত তাড়াতাড়ি সম্ভব দরপত্র আহ্বান করে ট্যাব কিনে তা বিলি করবে শিক্ষা দফতর।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments