দ্বিতীয়বার বাবা হলেন রোহিত শর্মা। রীতিকার কোলে এল পুত্রসন্তান। সূত্রের খবর, শুক্রবার সন্ধেতেই রোহিতের স্ত্রী রীতিকা সাজদে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। যদিও রোহিত কিংবা তাঁর পরিবারের পক্ষ থেকে এ’ব্যাপারে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সংবাদমাধ্যমে খবর প্রকাশ হতেই হিটম্যানকে শুভেচ্ছা জানাতে থাকেন নেটিজেনরা। ২০১৮ সালে প্রথমবার বাবা হয়েছিলেন রোহিত। সামাইরার জন্ম দিয়েছিলেন স্ত্রী রীতিকা। ৬ বছর পর দ্বিতীয়বার বাবা হলেন রোহিত। স্ত্রীয়ের পাশে থাকার জন্য দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাননি রোহিত। ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। তার আগেই খেলার জন্য অস্ট্রেলিয়া উড়ে যান কিনা তাই দেখার। কারণ, গম্ভীর জানিয়েছিলেন, রোহিত খেলবেন না এমন কোনও খবর তাঁর কাছে নেই।