ফের মা হচ্ছেন ইলিয়ানা ডি’ক্রুজ! নতুন বছরের শুরুতেই সুখবর অভিনেত্রীর? দ্বিতীয় বার মা হতে চলেছেন তিনি? মিলল এমনই ইঙ্গিত। কিন্তু কেমন? ২০২৪ সাল কেমন কেটেছে, তারই একটি সম্মিলিত ঝলক সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন ইলিয়ানা। যেখানে দেখা যাচ্ছে, জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সবটা জুড়েই রয়েছে অভিনেত্রীর প্রথম সন্তান। এমনই নানান আদুরে মুহূর্ত ঘিরে রয়েছে সেপ্টেম্বর মাস পর্যন্ত। কিন্তু চোখ আটকালো অক্টোবর মাসে গিয়ে। অক্টোবর মাসের ঝলকে দেখা যাচ্ছে ইলিয়ানার হাতে ‘প্রেগন্যান্সি টেস্ট কিট’। যা দেখে অনুরাগীদের অনুমান দ্বিতীয়বার মা হওয়ার খবরই কি দিলেন ইলিয়ানা?