প্রথমদিন ৩৫ ওভার তাও খেলা হয়েছিল। দ্বিতীয় দিন একটা বলও গড়াল না। কানপুরে ভিলেন বৃষ্টি। পরিত্যক্ত দ্বিতীয় দিনের খেলা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ প্রথম দিনে করে ৩ উইকেটে ১০৭ রান। ভারতের হয়ে জোড়া উইকেট নেন আকাশ দীপ। অন্যটি অশ্বিনের। সেখানেই খেলা থমকে আছে। কানপুর টেস্টে বৃষ্টির আভাস আগে থেকে ছিল। দ্বিতীয় দিন কানপুর টেস্টে বৃষ্টির আভাস আগে থেকে ছিল। দ্বিতীয় দিন ঘণ্টাতিনেকের বেশি সময় ড্রেসিংরুমে অপেক্ষাই করে যান ক্রিকেটাররা। প্রবল বৃষ্টি না থামায় শেষে হোটেলে ফিরে যান। তৃতীয় দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেটা প্রথম দু’দিনের তুলনায় কম। আকাশ মেঘলা থাকবে। ফলে, কতটা খেলা হয় তৃতীয় দিন তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।