দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে আগামী ১৫ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ২০২০ সাল থেকেই মুম্বইয়ের পালি হিলের বাসিন্দা বৈভবের সঙ্গে ডেট করতে শুরু করেন দিয়া। যদিও সেবিষয়ে এতদিন কাউকে কিছু জানাননি তিনি। তবে জানা গিয়েছে, সোমবার তাঁদের বাড়িতেই পরিবার ও ঘনিষ্ঠদের নিয়েই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন দিয়া ও বৈভব। প্রসঙ্গত, ২০১৪ সালে ব্যবসায়ী সাহিল সাঙ্গিকে বিয়ে করেছিলেন দিয়া। কিন্তু পাঁচবছর সংসার করার পর ২০১৯ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।