More
    Homeরাজনৈতিকদ্বিতীয় দফার ভোটে ৬৫১ কোম্পানি আধা সেনা, হটস্পট কেন্দ্র নন্দীগ্রামেই থাকছে ২১...

    দ্বিতীয় দফার ভোটে ৬৫১ কোম্পানি আধা সেনা, হটস্পট কেন্দ্র নন্দীগ্রামেই থাকছে ২১ কোম্পানি বাহিনী

    আগামী ১ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। ৩০টি বিধানসভা কেন্দ্রের মোট ১০ হাজার ৬২০টি বুথে করা হবে ভোটগ্রহণ। দ্বিতীয় দফার ভোটের জন্য ৬৫১ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। যার মধ্যে রাজ্যের নির্বাচনের হটস্পট কেন্দ্র নন্দীগ্রামেই থাকছে ২১ কোম্পানি বাহিনী। ওই কেন্দ্রেই বারবার অশান্তির আঁচ পাচ্ছে কমিশন, এছাড়াও তৃণমূল নেত্রী তথা এই কেন্দ্রে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ‘বহিরাগত’দের অশান্তি পাকানোর বিষয়ে উদ্বিগ্ন রয়েছেন। তাই নন্দীগ্রামে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে এত সংখ্যক বাহিনী মোতায়েনের চিন্তাভাবনা করেছে কমিশন।

    আগামী ১ এপ্রিল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগণায় এই চার জেলায় নির্বাচন রয়েছে। সেই কারণেই গত সোমবার দ্বিতীয় দফাযর ভোটের আগেই বাঁকুড়া, দুই মেদিনীপুর, এবং সুন্দরবন পুলিশ জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। বৈঠকে প্রত্যেকটা জেলাকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জারি রাখতে নির্দেশ দিয়েছেন সিইও।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments