More
    Homeআন্তর্জাতিকদ্বিতীয় দেশ হিসেবে চাঁদের মাটিতে পতাকা ওড়াল চিন

    দ্বিতীয় দেশ হিসেবে চাঁদের মাটিতে পতাকা ওড়াল চিন

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন জানা গিয়েছে, চাঁদের পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করতে পাঠানো চিনের একটি চন্দ্রযান গত মঙ্গলবার সফলভাবে সেখানে অবতরণ করেছে। প্রায় দু’কেজি নমুনা সংগ্রহ করে তা আবার পৃথিবীতে ফিরে আসবে, এমনটাই জানিয়েছে চিনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, চিনের পাঠানো মহাকাশযান ‘চ্যাং-৫’ বুধবার চাঁদের নমুনা সংগ্রহ করে । এরপর বৃহস্পতিবার চাঁদের মাটিতে দেশের পতাকা ওড়ায়। ওই মুহূর্তের কয়েকটি ছবিও প্রকাশ করেছে মহাকাশ সংস্থা সিএনএসএ । ১৯৬৯ সালে অ্যাপেলো ১১ মিশনের সময় চাঁদে প্রথম পতাকা উড়িয়েছিলেন আমেরিকান নভঃশ্চারী বাজ অলড্রিন । এরপর ১৯৭২ সাল পর্যন্ত চালানো পরের পাঁচটি অভিযানেও চাঁদে ওড়ানো হয় আমেরিকার পতাকা।গত ৪৪ বছরের মধ্যে প্রথমবারের মতো পৃথিবীতে আনা হয়েছে চন্দ্রশিলা, ৫০ বছরেরও বেশি সময় পর দ্বিতীয় দেশ হিসেবে সেই কাজ করে দেখাল চিন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments