Tuesday, May 30, 2023
HomeUncategorized'দ্য কেরালা স্টোরি' বিতর্কে মুখ খুললেন বিশিষ্ট পরিচালক রাজ চক্রবর্তী, সমর্থন জানিয়েছেন...

‘দ্য কেরালা স্টোরি’ বিতর্কে মুখ খুললেন বিশিষ্ট পরিচালক রাজ চক্রবর্তী, সমর্থন জানিয়েছেন রুদ্রনীল

‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি আজকাল বিতর্কের তুঙ্গে, তবে এবার ছবি টি নিয়ে মুখ খুললেন পরিচালক রাজ চক্রবর্তী। বরাবরই এইধরনের বিতর্কে তাদের ইন্ডাস্ট্রিকে টার্গেট করা হচ্ছে বলে মনে করেন তৃণমূল বিধায়ক। বিজেপির রুদ্রনীল ঘোষ তার এই মন্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন।

মুক্তির দিন থেকেই ছবিটি নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। সেই বিতর্কের আগুনেই যেন ঘি দিয়েছে মুখ্যমন্ত্রীর ছবি নিষিদ্ধকরণ। রাজের কথায়, কোনসময় কোন কাজ করলে ভালো, সব দলই সেটা বেশ ভালো বোঝে। মানুষকে মোটিভেট করতে ফিল্ম ইন্ডাস্ট্রিতকেই বারবার টার্গেট করা হচ্ছে। নানারকম সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছেন তারা।

রাজের এই মন্তব্যকে সমর্থন করে রুদ্রনীল লেখেন, রাজের মত কিছু মানুষ এখনও রয়েছে যারা শিরদাঁড়ার সময়টুকু জানে। যে ছবিকে সেন্সরবোর্ড স্বীকৃতি দিয়েছে সেটিকে কোনো ভাবেই আটকানো যায়না বলে তিনি মনে করছেন। তবে এসব বিতর্কের বাইরে, বেশ ভালই কালেকশন করেছে ‘দ্য কেরালা স্টোরি’, ছবিটির বক্স অফিস কালেকশন ইতিমধ্যেই প্রায় ৬০ কোটির আশেপাশে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments