More
    Homeখবর‘ধর্মতলার রাস্তা ছেড়ে বসতে বলা হোক’, আইনজীবীর আর্জিতে হস্তক্ষেপ করল না উচ্চ...

    ‘ধর্মতলার রাস্তা ছেড়ে বসতে বলা হোক’, আইনজীবীর আর্জিতে হস্তক্ষেপ করল না উচ্চ আদালত

    ডাক্তারদের ধর্মতলার রাস্তা ছেড়ে বসতে বলা হোক। এমনই আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এক আইনজীবী। কিন্তু দৃষ্টি আকর্ষণ করলেও সোমবার এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করল না উচ্চ আদালত। হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানান, এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। তাই এই বিষয়ে এখনই কোনও হস্তক্ষেপ নয়। আইনজীবীর দাবি ধর্মতলায় রাস্তার অধিকাংশ জুড়ে অনশনে বসেছেন ডাক্তারেরা। যার ফলে বিঘ্নিত হচ্ছে যান চলাচল তাই তাদের রাস্তা ছেড়ে বা রাস্তার পাশে অনশনে বসতে বলা হোক।

     

    প্রসঙ্গত, ১০ দফা দাবি নিয়ে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। ২৪ ঘণ্টার অবস্থানের পর শনিবার রাত সাড়ে ৮টা থেকে তাঁরা অনশন আন্দোলনে শামিল হয়েছেন। নিরাপত্তা সংক্রান্ত ওই ১০ দাবি সরকার পূরণ না করলে এই অনশন চলবে বলে জানিয়েছেন তাঁরা। শনিবার অনশনে বসেছিলেন ছয় জুনিয়র ডাক্তার। তাঁরা হলেন কলকাতা মেডিক্যাল কলেজের অণুস্তূপ মুখোপাধ্যায়, স্নিগ্ধা হাজরা, তনয়া পাঁজা, এসএসকেএমের অর্ণব মুখোপাধ্যায়, কেপিসি মেডিক্যাল কলেজের সায়ন্তনী ঘোষ হাজরা এবং এনআরএস মেডিক্যাল কলেজের পুলস্ত্য আচার্য। কিন্তু অনশনকারীদের মধ্যে আরজি কর হাসপাতালের কেউ নেই কেন, তা নিয়ে প্রশ্ন ওঠে। রবিবার রাতে ওই ছ’জনের সঙ্গে অনশনে বসেন আরজি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। জুনিয়র ডাক্তারদের অনশনকে সমর্থন জানাতে সোমবার সিনিয়র ডাক্তারেরাও ধর্মতলায় প্রতীকী অনশনে বসেছেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments