স্নায়ু যুদ্ধ। সম্মানের লড়াই। ঐতিহ্যেরও। ডার্বির ফলাফল অনুমান করাই দুঃসাধ্য। দিন যার, ম্যাচ তার। তবু ধারে ভারে এগিয়ে মোহনবাগানই। ডার্বিতে এক্স ফ্যাক্টর সমর্থক। গুয়াহাটিতে ম্যাচ চলে যাওয়ায় শেষমুহূর্তে ইচ্ছে থাকলেও পৌঁছতে পারেননি অনেক সমর্থক। কলকাতা থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে, যেখানে আসনসংখ্যার সরকারি হিসাব ২৪ হাজার। তার কতটা ভর্তি হবে তা বলা মুশকিল। টিকিটের চাহিদাও নেই। ফলে, হোম অ্যাডভান্টেজে সমর্থকদের যেমন বিশেষ পাশে পাবে না মোহনবাগান, তেমনই লাল হলুদও গ্যালারির চিৎকার থেকে বঞ্চিত হবে। আফশোস তাই দু’প্রধান শিবিরেই।