Monday, March 27, 2023
Homeখবরনকলে বাধা পেয়ে পথ অবরোধ উচ্চমাধ্যমিক পিরীক্ষার্থীদের

নকলে বাধা পেয়ে পথ অবরোধ উচ্চমাধ্যমিক পিরীক্ষার্থীদের

Today Kolkata:-  নকলে বাধা পেয়ে পথ অবরোধ উচ্চমাধ্যমিক পিরীক্ষার্থীদের। নকলে বাধা পেয়ে পরীক্ষা শেষ হতেই রাস্তায় নকল ছড়িয়ে পথ অবরোধ করল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা৷ শনিবার ঘটনাটি ঘটেছে মালদার রতুয়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত পরীক্ষার্থীদের শান্ত করে৷ পুলিশি হস্তক্ষেপে উঠে যায় পথ অবরোধ৷

 

তবে এখনো পর্যন্ত পরীক্ষাকেন্দ্রের তরফেও পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি৷ জানা যায়, এবারের উচ্চমাধ্যমিকে ভাদো বিএসবি হাইস্কুল এবং ভালুকা রাইমোহন মোহিনীমোহন বিদ্যাপীঠের পরীক্ষার্থীদের পরীক্ষার সিট পড়েছে রতুয়া হাই মাদ্রাসায়৷ শনিবার ছিল রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষা৷

Manish Kothari vs ED ইডির জিজ্ঞাসাবাদে মুখ খুলে দিলেন মণীশ কোঠারি , চরম বিপদে কন্যা সহ অনুব্রত।

ভাদো বিএসবি হাইস্কুলের পরীক্ষার্থীদের অভিযোগ, প্রথম দিন থেকেই তাদের স্কুলের জন্য ভীষণ কড়া গার্ডের ব্যবস্থা রাখা হয়েছে৷ এত কড়া গার্ড থাকায় তারা ঠিকমতো পরীক্ষা দিতে পারছে না৷ তাই এদিন পরীক্ষা শেষ হওয়ার পর তারা পথ অবরোধ করে রতুয়া হাই মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানায়৷

 

Rastashree রাজ্যের গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারে ‘রাস্তাশ্রী’ প্রকল্পের শিল্যান্যাসে ব্যাপক প্রচারাভিযানের নির্দেশ নবান্নের।

Delhi High Court দিল্লি হাইকোর্টে উঠতে চলেছে অনুব্রত মণ্ডলের মামলা , কীভাবে ‘খেলা’ ঘোরাচ্ছেন বীরভূমের কেষ্ট ?

Enforcement Directorate নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার কুন্তল-শান্তনু , ইডির নজরে ‘প্রভাবশালী’ প্রসঙ্গ।

২৮ মার্চ জেলায় জেলায় রাস্তা নির্মাণ ও সংস্কারের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী

MORE NEWS – মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা এখনই নয়, আদালতের নির্দেশে অপেক্ষায় বিকাশ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে আদালত অবমাননার মামলা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে আদালত অবমাননার মামলা করার ব্যাপারে এখনই অনুমতি মিলল না কলকাতা হাই কোর্টের তরফে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Prakash Sribastava) , বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল , বিষয়টি তারা বিবেচনা করে দেখবে। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments