Saturday, June 10, 2023
Homeআন্তর্জাতিকনতুন কৃষি আইনে কৃষকদের রোজগার বাড়বে, FICCI-এর মঞ্চে বার্তা মোদীর

নতুন কৃষি আইনে কৃষকদের রোজগার বাড়বে, FICCI-এর মঞ্চে বার্তা মোদীর

নয়া কৃষি বিলে বিরাট লাভ পাবেন কৃষকরা। FICCI-এর ৯৩ তম বার্ষিক সম্মেলনে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন, দেশের মান্ডিগুলির আধুনিকীকরণ করা হচ্ছে এবং কৃষকরা ডিজিটাল মাধ্যমেও অনেক সুবিধা পাবেন।

এদিন প্রধানমন্ত্রী বলেন, নতুন কৃষি আইনে কৃষকরা লাভবান হবেন। কৃষির সঙ্গে সম্পর্কিত সমস্ত বাধা সরানো হয়েছে। নতুন কৃষি আইনে কৃষকদের আমদানি বাড়বে। নতুন কৃষি আইনের ফলে কৃষকদের আয় বৃদ্ধি করবে। কৃষি ক্ষেত্রে বিনিয়োগের ফলে কৃষকরা অনেক উপকৃত হবেন।

প্রসঙ্গত, নয়া কৃষি বিল নিয়ে কৃষকদের বিক্ষোভ অব্যাহত। সরকারের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে কৃষক সংগঠনগুলির। কিন্তু নিজেদের অবস্থানে এখনও অনড় কৃষকেরা। টানা চলা এই বিক্ষোভের জেরে ক্রমেই অস্বস্তি বাড়ছে কেন্দ্রীয় সরকারের। এমন অবস্থায় এবার FICCI-এর মঞ্চে নয়া কৃষি আইনের পক্ষে বললেন প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments