নতুন কোচ ঠিক করে ফেলল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। একসময় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ রুবেন আমোরিমের হাতে এই দায়িত্ব তুলে দিল ম্যান ইউ। ২০২৭ সালের জুন পর্যন্ত ৩৯ বছর বয়সী এই পর্তুগিজের সঙ্গে চুক্তি করেছে রেড ডেভিলরা। পর্তুগাল দলে আমোরিম খেলেছেন ইউনাইটেড কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে। এরপর কোচিংয়ে এসে পর্তুগালের ক্লাব ব্রাগার পর সামলাচ্ছেন রোনাল্ডোরই প্রাক্তন ক্লাব স্পোর্টিং সিপির দায়িত্ব। লিসবনের ক্লাব স্পোর্টিং ছেড়ে আগামী ১১ নভেম্বর ওল্ড ট্রাফোর্ডে আসবেন আমোরিম।