More
    Homeবিনোদননতুন ছবির পরিকল্পনা শুরু করে ফেলেছেন সুজিত এবং শাহরুখ? 

    নতুন ছবির পরিকল্পনা শুরু করে ফেলেছেন সুজিত এবং শাহরুখ? 

    শেষবার ‘ডাঙ্কি’ ছবিতে দেখা মিলেছিল শাহরুখ খানের। অন্যদিকে, গত বছর ‘উই ওয়ান্ট টু টক’ ছবিকে ঘিরেও বেশ প্রশংসা কুড়িয়েছেন সুজিত সরকার। পরিচালক এবং অভিনেতা, দু’য়ের নতুন কাজের আশাতেই মুখিয়ে রয়েছেন তাঁদের অনুরাগীরা। এর মাঝেই খবর, একে অন্যের সঙ্গেই জুটি বাঁধতে চলেছেন তাঁরা। তা হলে কি নতুন ছবির পরিকল্পনা শুরু করে ফেলেছেন সুজিত এবং শাহরুখ?

     

    শোনা গিয়েছে, মুম্বইয়ের মেহবুব স্টুডিয়োয় সুজিতের সঙ্গে দেখা করেন শাহরুখ। অনেকে এমনও বলেছেন, নতুন কোনও কাজের ‘লুক টেস্টে’র জন্যই নাকি শাহরুখ গিয়েছিলেন সেই স্টুডিয়োতে। তবে ঘনিষ্ঠমহল জানাচ্ছে, কোনও নতুন ছবির জন্য নয়, সম্ভবত নতুন কোনও বিজ্ঞাপনী ছবি জন্যেই কাজ করতে চলেছেন তাঁরা। তার কারণ, সেই শুটিং সেট থেকেই একটি দৃশ্য ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যেখানে শুটিংয়ের সময় শাহরুখকে রান্নাঘরের সেটে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।

     

    ২০২৩ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল শাহরুখ অভিনীত ছবি ‘ডাঙ্কি’। আগামী ‘কিং’ ছবির হাত ধরে আবারও বড়পর্দায় ফিরবেন তিনি। শাহরুখের সঙ্গে অভিনয় করবেন তাঁর কন্যা সুহানা খানও। পরিচালনার দায়িত্বে প্রথমে সুজয় ঘোষ থাকলেও, এখন এই ছবিটি তাঁর পরিবর্তে এখন সিদ্ধার্থ আনন্দ পরিচালনা করেছেন বলে খবর।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments