More
    Homeসিনে দুনিয়ানতুন ছবি 'ডক্টর জি',পর্দায় প্রথমবার চিকিৎসকের ভূমিকায় আয়ুষ্মান খুরানা

    নতুন ছবি ‘ডক্টর জি’,পর্দায় প্রথমবার চিকিৎসকের ভূমিকায় আয়ুষ্মান খুরানা

    নিজের নতুন ছবির নাম ঘোষণা করলেন আয়ুষ্মান খুরানা। ‘ডক্টর জি’। জংলি পিকচার্সের প্রযোজনায় তৈরি হচ্ছে আয়ুষ্মানের এই নতুন ছবি। সোশ্যাল পেজে এই খবর শেয়ার করেছেন মিস্টার খুরানা।

    নবাগতা পরিচালক অনুভূতি কাশ্যপ এই ছবির মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে পা  রাখতে চলেছেন। শুরুতেই আয়ুষ্মানের সঙ্গে কাজে বেশ উচ্ছ্বসিত পরিচালক অনুরাগ কাশ্যপের বোন অনুভূতি কাশ্যপ। নিজের ইনস্টাগ্রাম পেজে হাতে ছবির স্ক্রিপ্ট নিয়ে ছবি পোস্ট করেছেন আয়ুষ্মান। ক্যাপশনে লিখেছেন, ”পরামর্শের জন্য খোলা হচ্ছে খুব তাড়াতাড়ি।”

    পর্দায় প্রথমবার ডাক্তার হিসেবে আসতে চলেছেন আয়ুষ্মান। জানা যাচ্ছে এই ছবি একটি কমেডি ড্রামা। জংলি পিকচার্সের সঙ্গে এই নিয়ে তিনটি ছবি করতে চলেছেন আয়ুষ্মান। ২০১৭-তে ‘বরেলি কি বরফি’ এবং ২০১৮-তে ‘বাধাই হো’ ছবি তৈরি করেছিল এই প্রযোজনা সংস্থা।

    কিছুদিন আগেই নিজের স্টেজ পারফরম্যান্সের একটি ভিডিও শেয়ার করেছিলেন অভিনেতা-গায়ক আয়ুষ্মান। খুব তাড়াতাড়ি মঞ্চে ফিরতে চান। তাই ক্যাপশনে লিখেছিলেন, ”যেদিন আমি আবার মঞ্চ স্পর্শ করব, সেদিনটা হবে খুব আবেগময়। মঞ্চের জীবন সত্যই সেরা জীবন।”

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments