সঞ্জয় সেন, তাঁকেই কুয়াদ্রাতের প্রতি আস্থা হারিয়ে লাল হলুদ সমর্থকরা জোর সওয়াল করেছিলেন টিডি করে আনার জন্য। জল্পনাও বাড়ছিল। এরমধ্যেই নতুন দায়িত্ব পেয়ে গেলেন সঞ্জয় সেন। আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেনের হাতে তুলে দেওয়া হল সন্তোষে বাংলা দলের দায়িত্ব। আইএফএ-র কোচেস কমিটি শনিবার এই সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি বিশ্বজিৎ ভট্টাচার্য, রঞ্জন চৌধুরীরা সন্তোষ ট্রফিতে বাংলা দলকে সাফল্য এনে দিতে পারেননি। তাই সঞ্জয় সেনকেই এবার কোচ করে আনা হল। এরআগে ইউনাইটেড স্পোর্টস, পৈলান অ্যারোজ, মহমেডান স্পোর্টিং, মোহনবাগানের মতো ক্লাবে কোচিং করিয়েছেন। তাঁর কোচিংয়েই আই লিগ চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। এটিকেতও ছিলেন সহকারী। নভেম্বর থেকে শুরু হচ্ছে ঐতিহ্যশালী সন্তোষ ট্রফি।