Monday, May 29, 2023
HomeUncategorizedনতুন প্রোডাকশন হাউস গড়ে তুলতে মুম্বাইতে ৩১ কোটি টাকার জমি কিনলেন পরিচালক...

নতুন প্রোডাকশন হাউস গড়ে তুলতে মুম্বাইতে ৩১ কোটি টাকার জমি কিনলেন পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা! 

 

মুম্বাইয়ের যুহু বিচের কাছে ৭৪৭০ বর্গফুটের জমি কিনলেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। নিজের প্রযোজনা সংস্থাকে ভালো করে গড়ে তোলার জন্যই ৩১ কোটি ৩ লক্ষ টাকা ব্যয় করলেন তিনি। এপ্রিলেই এই চুক্তি স্বাক্ষর করেন তিনি।

 

হাজীদের পরিবার বহু প্রজন্ম ধরেই প্রযোজনার কাজে যুক্ত। প্রায় ২০০টিরও বেশি ছবি প্রযোজনা করেছেন নাদিয়াদোওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। সাজিদ প্রযোজিত ‘বাঘী’, ‘বাঘি টু’ ‘হিরোপান্তি’ ও ‘কিক’ এর মত অনেক ছবি জনপ্রিয়তা লাভ করেছিল।

 

কিছু বছর আগেই মুক্তি পাওয়া ‘হাউস ফুল ৪’, ‘জুড়ুওয়া ২’ ছবিগুলি এতটাই জনপ্রিয়তা লাভ করে যে পরে সেগুলির সিকুয়েল তৈরি হয়েছে। সাজিতের আগামী ছবি ‘সত্য প্রেম কি কথা’ ছবিতে মূল চরিত্রে দেখা মিলবে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদবানীর।

 

সাজিদের ব্যক্তিগত জীবনেও ঘটে যায় ট্রাজেডি। ১৯৯২ সালের ১০ই মে সাজিদের সঙ্গে বিবাহ বন্ধনে জড়িয়ে পড়েন বলিউডের অভিনেত্রী দিব্যা ভারতী। কিন্তু বিয়ের দশ মাসের মধ্যেই পাঁচ তলা থেকে পুরে গিয়ে মৃত্যু ঘটে তার।

 

বউয়ের মৃত্যু শোক থেকে বেরিয়ে আসার পর সম্পর্ক তৈরি হয় অভিনেত্রী তব্বুরর সাথে। এরপর চুপিসারে আংটি বদল হলেও বিয়েতে রাজি হন না তব্বু। এরপর ভেঙ্গে যায় সম্পর্ক। বিচ্ছেদের পর পর্দা খান নামের এক সাংবাদিক তাকে প্রেম নিবেদন করলে ২০০০ সালে তার সঙ্গে দিয়ে হয় সাজিদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments