নতুন বছরেই প্রেমে ভাঙন! ভালবাসার দিন কি তাহলে শেষ হল! সমাজমাধ্যম থেকে সব ছবি মুছে ফেললেন ভারতীয় দলের স্পিন বোলার যুজবেন্দ্র চহাল এবং অভিনেত্রী-কোরিয়োগ্রাফার ধনশ্রী বর্মা দু’জনেই। নেটপাড়ায় এরপরই চর্চা শুরু হয়, নিশ্চয়ই বিচ্ছেদ আসন্ন দু’জনের। শুধু সময়ের অপেক্ষা। কারণ একে অপরকে আনফলোও করে দিয়েছেন। ২০২০ সালে ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন যুজবেন্দ্র এবং ধনশ্রী। এরপর যত দিন এগিয়েছে ধনশ্রীর অন্য সম্পর্ক নিয়ে ততই জলঘোলা হয়েছে। অন্য এক কোরিয়োগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে তোলা ছবি হোক কিংবা ভারতীয় দলের আরও এক তারকা ব্যাটারের সঙ্গে সম্পর্ক! ২০২৩ সালেও এই তারকা দম্পতির বিবাহবিচ্ছেদের জল্পনা তৈরি হয়েছিল। চাহাল পদবী তখনই সরিয়ে দেন ধনশ্রী। এখন বিচ্ছেদ সত্যি হতে চলেছে বলেই মনে করছে নেটিজেনরা।