Thursday, October 5, 2023
Homeকলকাতানতুন বছরের শুরুতেই পুরনো ছন্দে ফিরছে কলকাতা মেট্রো, ই-পাসেও ছাড়

নতুন বছরের শুরুতেই পুরনো ছন্দে ফিরছে কলকাতা মেট্রো, ই-পাসেও ছাড়

পুরনো ছন্দে ফিরছে কলকাতা মেট্রো। লকডাউনের আগে মেট্রোর যে সময়সূচি ছিল, এবার সেটাই ফিরতে চলেছে। সেইসঙ্গে অনেকটা শিথিল করা হয়েছে ই-পাসের নিয়মও।

একনজরে নয়া সময়সূচি

৪ জানুয়ারি থেকে নয়া এই নিয়ম সময়সূচি শুরু হতে চলেছে। সকাল ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পরিষেবা দেবে কলকাতা মেট্রো। লকডাউন হওয়ার আগে এটাই ছিল মেট্রোর সময়সূচি। সেইসঙ্গে অফিস টাইমেও লাগবে না ই-পাস। সকাল ৯টা থেকে ১১টা ও বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুরুষ যাত্রীদের শুধুমাত্র ই-পাস লাগবে। বাকি সময় পুরুষযাত্রীদের ক্ষেত্রে ই-পাস লাগবে না। মহিলা, বয়স্ক যাত্রী ও ১৫ বছরের নিচে যারা রয়েছেন তাদের জন্য আগেই মেট্রোর ই-পাস লাগবে না বলে জানিয়ে দিয়েছিল। আপ ও ডাউন মিলিয়ে ২২৮টি করে মেট্রো চলাচল করবে দিনে।

শনি ও রবিবার কোনও যাত্রীদের ক্ষেত্রে ই পাস বাধ্যতামূলক নয়। তবে পুরনো ছন্দে ফিরলেও এখনও টোকেন সিস্টেম চালু হচ্ছে না।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments