সাড়ে তিন মাস বন্ধ থাকার পর নতুন বছরের শুরুতে আবার বাংলাদেশে পেঁয়াজ রফতানি শুরুর ক্ষেত্রে অনুমতি দিয়েছে ভারত সরকার।
নতুন মৌসুমের পেঁয়াজ উঠতে শুরু করায় গত কয়েক সপ্তাহে ভারতে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম অনেকটা কমে এসেছে। সেই কারণে দেশের বাণিজ্যমন্ত্রক তাদের পেঁয়াজ রফতানি নীতি সংশোধন করেছে। পাশাপাশি রফতানি বন্ধের আদেশ প্রত্যাহার করে নিয়েছে।আগামী ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা উঠছে। সেই সঙ্গে সব ধরনের পেঁয়াজের রফতানিতে অনুমতি দেওয়া হচ্ছে।
ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম তিন গুণ বেড়ে যাওয়ায় গত ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার সব ধরনের পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে।
ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ রফতানিকারক দেশ। প্রতিবছর এদেশ থেকে প্রায় ২০ লাখ টন পেঁয়াজ রফতানি হয়।