Wednesday, October 4, 2023
Homeপশ্চিমবঙ্গনতুন বছরের ৩১ জানুয়ারি হবে টেট পরীক্ষা, জারি বিজ্ঞপ্তি

নতুন বছরের ৩১ জানুয়ারি হবে টেট পরীক্ষা, জারি বিজ্ঞপ্তি

ঘোষিত হল টেট পরীক্ষার দিন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় নতুন বছরের ৩১জানুয়ারি হবে টেট পরীক্ষা। চলতি সপ্তাহেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ডিসেম্বরের শেষে ঘোষিত হবে টেট পরীক্ষার দিনক্ষণ। সেই মতই আজ বৃহস্পতিবার টেট পরীক্ষার সূচি প্রকাশিত হল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৩১ জানুয়ারি বেলা একটা থেকে শুরু হবে পরীক্ষা। শেষ হবে বেলা ৩.৩০ টে নাগাদ। অর্থাত্‍ আড়াই ঘণ্টা চলবে পরীক্ষা। ১৫০ নম্বরের পরীক্ষা হবে। ওয়েটেজ ৯০। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যারা ইতিমধ্যে আবেদনপত্র পূরণ করে ফেলেছেন তাদেরই কেবলমাত্র পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। অনলাইনে এডমিট কার্ড পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। উল্লেখ্য, ২০১৭ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ টিচার এলিজিবিলিটি টেস্টে বা টেট গ্রহণের প্রক্রিয়া শুরু করে। বিজ্ঞাপণও দেওয়া হয়। আড়াই লক্ষের উপরে আবেদনপত্র জমা পড়েছিল। কিন্তু বিভিন্ন কারণে সেই পরীক্ষা গত তিন বছরে নিয়ে উঠতে পারেনি পর্ষদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments