অস্ট্রেলিয়া নতুন বছরে তাদের জাতীয় সঙ্গীত থেকে “young and free” শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।প্রধানমন্ত্রী স্কট মরিসন জাতীয় সঙ্গীতের শব্দে পরিবর্তনের এই ঘোষণা করেছেন। ১ জানুয়ারি থেকে দেশটির নাগরিকরা এই নয়া সংস্করণে জাতীয় সঙ্গীত গাইবেন।
জাতীয় সঙ্গীতে এখন থেকে ‘young and free’ উল্লেখ করা হবে না। জানা গিয়েছে, সেদেশের দীর্ঘ নৃগোষ্ঠীগত ইতিহাস তুলে ধরতেই এমনটা করা হয়েছে। এই আদিবাসীরা বিশ্বের প্রাচীনতম সভ্যতার স্বীকৃতি পেয়েছে। তারা সেই প্রাচীন কাল থেকে এখনো তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। জাতীয় সঙ্গীতের এমন পরিবর্তনে দেশটির নাগরিকরা অনেকটা অবাক হয়েছেন তবে, এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে তারা।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন আশাবাদী যে, এতে দেশের মধ্যে ঐক্যের চেতনা আরো সুদৃঢ় হবে। তিনি জানান, ১ জানুয়ারী থেকে জাতীয় সঙ্গীতের এই পরিবর্তনটি কার্যকর করা হল। তিনি আরও বলেন, ‘আমরা প্রাচীনকালের প্রথম জাতিগুলোর একটি। আমদের এদেশে নিরবচ্ছিন্ন প্রায় ৩০০টিরও বেশি ভাষা ও সাংস্কৃতি গোষ্ঠী রয়েছে। আমাদের জাতীয় সংগীতে এটি প্রতিফলিত করা উচিত্।’