‘নতুন বছরে নতুন পথচলার পরিকল্পনা’ করছেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা। বর্ষবরণের আগে সমাজমাধ্যমে নিজেরাই দিলেন সুখবর। বলা বাহুল্য, এক দশকেরও বেশি সময় ধরে রিয়েল লাইফেও জুটি বেঁধে রয়েছেন এই তারকাজুটি। ইন্ডাস্ট্রি থেকে শুরু করে অনুরাগীমহল, সকলেরই প্রশ্ন কবে বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা? যদিও নিজেদের বিয়ের সাজে দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন তাঁরা নিজেরাও। আর তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। সমাজমাধ্যমে তারই দিলেন ঝলক। একটি ভিডিয়ো পোস্ট করে অঙ্কুশ এবং ঐন্দ্রিলা জানান বিয়ের সাজ নিয়ে একেবারেই আপোস করতে রাজি নন তাঁরা। বিয়ের শাড়ি, পাঞ্জাবি থেকে অলংকার, সবটাই হবে নিজের মনের মতো। আর তার জন্য ভরসা তাঁদের পছন্দের পোশাকশিল্পীর উপরেই। স্বনামধন্য ব্র্যান্ড ‘রায়’-র কথাও উল্লেখ করেন ভিডিয়োতে। এর আগে একাধিক তারকাদের সঙ্গে কাজ করেছেন এই পোশাকশিল্পী। ভিডিয়োটি পোস্ট করে অঙ্কুশ লেখেন, ‘নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন চলার পরিকল্পনা। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ…সবথেকে লম্বা পথ।’ ভিডিয়ো শেষে অনুরাগীদের উদ্দেশে ঐন্দ্রিলা প্রশ্ন রাখেন, ‘আমারা আমাদের বিয়ের সাজ দেখার জন্য খুবই উৎসাহিত। আর আপনারা?’ যা দেখে প্রথম প্রশ্নই উঠছে, এ বার কি শেষে গাঁটছড়া বাঁধতে চলেছেন এই চর্চিত জুটি। না কি সবটাই প্রচার কৌশল? উত্তর ক্রমশ প্রকাশ্য।