বলিউডি ছবির জগতে ‘নাগিন’ চরিত্রের প্রসঙ্গ উঠলেই সবার আগে মাথায় আসে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কথাই। তবে এবার তালিকায় নতুন সংযোজন। নতুন বছরে নতুন লুকে শ্রদ্ধা কাপুর! ’স্ত্রী’র পর এ বার নিখিল দ্বিবেদীর ছবিতে নাগিনের বেশে অনুরাগীদের সামনে আসতে চলেছেন শ্রদ্ধা। সম্প্রতি নিখিল তাঁর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন ‘নাগিন’ ছবির চিত্রনাট্যের ছবি। যার ওপর রাখা রয়েছে ফুল পাশে নজরে আসছে সিংহ মূর্তির এক ঝলক। চিত্রনাট্যের ওপর লেখা, ‘প্রেম এবং ত্যাগের একটি মহাকাব্যিক কাহিনি’। বোঝাই যাচ্ছে, এটি একটি আদ্যোপান্ত ম্যাথলজিক্যাল ছবি। বহু আগেই প্রযোজক নিখিল দ্বিবেদী জানিয়েছিলেন যে শ্রদ্ধা কাপুর তাঁর একটি ছবি করতে চলেছেন। অবশেষে তা দর্শকের সামনে। খুব শীঘ্রই শ্রদ্ধাকে নাগিনের চরিত্রে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরাও।