১ জানুয়ারি থেকে উঠে যাচ্ছে ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ। জিও-র ফোন থেকে যে কোনও নেটওয়ার্কে ফোন করলে আর পয়সা লাগবে না। জিও-র পক্ষ থেকে প্রেস বিবৃতিতে বৃহস্পতিবার বলা হয়েছে, টেলকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার নির্দেশ অনুযায়ী ১ জানুয়ারি, ২০২১ সাল থেকে ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ উঠে যাচ্ছে। জিও-র ফোন থেকে এবার যে কোনও নেটওয়ার্কে ফোন করা যাবে বিনামূল্যে। জিও থেকে জানানো হয়েছে, ২০১৯ সালের সেপ্টেম্বরে ট্রাই ‘বিল অ্যান্ড কিপ’ নীতি কার্যকর করার সময়সীমা বাড়িয়ে দেয়। বিল অ্যান্ড কিপ নীতির অপর নাম নেট পেমেন্ট জিরো। এই নীতি কার্যকরী হলে দু’টি ভিন্ন নেটওয়ার্কের মধ্যে বিনা পয়সায় ফোন করা যায়। জিও-র বক্তব্য, ট্রাই বিল অ্যান্ড কিপ নীতি কার্যকর করার সময়সীমা পিছিয়ে দেওয়ায় তারা বাধ্য হয়ে ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ নিচ্ছিল। এক্ষেত্রে তারা কখনই বেশি চার্জ নেয়নি। তখন জিও থেকে গ্রাহকদের বলা হয়েছিল, ট্রাই যদি ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ তুলে দেয়, তাহলে তারাও ভিন্ন নেটওয়ার্কে ফোন করার জন্য গ্রাহকদের থেকে পয়সা নেবে না। সেই ঘোষণা অনুযায়ী জিও নতুন বছরের প্রথম দিনটি থেকে ভিন্ন নেটওয়ার্কে ফোন কল ফ্রি করে দিচ্ছে। প্রেস বিবৃতির শেষে জিও বলেছে, তারা ডিজিটাল সোসাইটির ভিত্তি স্থাপন করতে চায়। সেই সমাজে সকলেই কম দামে সেরা মানের পরিষেবা পাবেন। যে কোনও জায়গাতেই সেই পরিষেবা পাওয়া যাবে। জিও সবসময় ‘কাস্টমার ফার্স্ট’ নীতিতে চলে। আগামী দিনে তারা প্রযুক্তির নানা উদ্ভাবনের সাহায্যে গ্রাহককে উন্নত পরিষেবা দিতে দায়বদ্ধ।