Wednesday, June 7, 2023
HomeUncategorizedননীর ভাগ পেল রামপ্রসাদও, দেখতে থাকুন রামপ্রসাদ ধারাবাহিক 

ননীর ভাগ পেল রামপ্রসাদও, দেখতে থাকুন রামপ্রসাদ ধারাবাহিক 

 

 

স্টার জলসার একটি অন্যরকম ধারাবাহিক রামপ্রসাদ। যেখানে দেখানো হচ্ছে রামপ্রসাদ মা কালীর খুবই ভক্ত। তাকে সংসারে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করলেও সে নিজের মতন থাকে আর মায়ের সেবা করে।

 

রামপ্রসাদের বাড়িতে স্বয়ং মা কালী এসেছে তাদের পিসি ঠাম্মি হয়। সে আসার পর থেকে বাড়ির চিত্রটাই পুরো বদলে যাচ্ছে। রামপ্রসাদ ও সর্বাণী দুজনেই দীক্ষা নিয়েছে একে অপরের সাথে।

 

সম্প্রতি দেখা যাচ্ছে রামপ্রসাদের দাদার ছেলেটি এবং অন্যান্যবাদ ছাড়া ননী নিয়ে ঘোরাঘুরি করছিল তখন আমি অর্থাৎ স্বয়ং মা কালী এসে সেও ননী চেয়ে খাচ্ছে তারপর রান্নাঘরে সর্বানি ঢোকে সর্বানিকেও ননীর ভাগ দেয় সর্বনিমুখে তুলতে যাবে ঠিক তখনই রামপ্রসাদ আসে। সে চলেই যেতে চাইছিল কিন্তু তাকে ভাগ দিল। স্বয়ং মা কালী খেয়ে তারপরে সে রান্না ঘরের দরজাটা বন্ধ করে দিচ্ছিল। ঠিক তখনই বড় বউ ভাবে এখানে তো কিছু সন্দেহজনক ব্যাপার আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments