কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় একটি বেসরকারি সংবাদগোষ্ঠীর আলোচনাসভায় একথা বলেন মমতা। সঙ্গে বলেন, ভোটে জিতলে অমিত শাহকে মন্ত্রী করে দেব।
এদিন মমতা বলেন, ‘নন্দীগ্রামে আমার বিরুদ্ধে লড়ুন উনি। ভোটে জিতলে ওনাকে মন্ত্রী করে দেবো।’ সঙ্গে মমতা দাবি করেন আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে ২২১টির বেশি আসন পাবে তৃণমূল।