Thursday, October 5, 2023
Homeরাজনৈতিকনন্দীগ্রামে মমতার প্রচার শুরুর আগেই 'বহিরাগত' পোস্টারে ছয়লাপ গোটা এলাকা

নন্দীগ্রামে মমতার প্রচার শুরুর আগেই ‘বহিরাগত’ পোস্টারে ছয়লাপ গোটা এলাকা

নন্দীগ্রামে আজ প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে সভা করছেন তিনি। তিনি পৌঁছনোর আগেই পোস্টার পড়ল গোটা নন্দীগ্রামে। তাতে লেখা ‘নন্দীগ্রাম মেদিনীপুরের ভূমিপুত্রকে চায়। বহিরাগতকে নয়।’ গতকাল সন্ধ্যায় এই পোস্টার প্রথম নজরে আসে এলাকার মানুষের। তাই নিয়ে তৈরি হয় আলোড়ন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বহিরাগত বলে উল্লেখ করায় সৃষ্টি হয় তুমুল বিতর্ক। মঙ্গলবার দুপুরেও এই ব্যানার ও হোর্ডিং টাঙানো চলছে। নন্দীগ্রাম দুই ব্লক এলাকা থেকেই শুরু হয়েছে এই হোর্ডিং লাগানোর কাজ। গোটা রাজ্যেই মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে ‘বাড়ির মেয়েকে চাই’, ‘বাংলার মেয়েকে চাই’ এমন ব্যানার-পোস্টার লাগানো চলছে। তবে যে কেন্দ্রে মুখ্যমন্ত্রী নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই কেন্দ্রে তাঁকে বহিরাগত বলে উল্লেখ করে পোস্টার পড়ায় রাজনৈতিক মহলে আলোড়ন।

স্থানীয় বিজেপি নেতা পবিত্র কর বলেন, ‘মু্খ্যমন্ত্রী নিজেকে ঘরের মেয়ে বলে দাবি করে সারা রাজ্যে ফেস্টুন লাগিয়েছেন। তবে তা মানুষের মত কি না, তা জানা যায়নি। আমরা এখানে মানুষের মত নিয়েছি। তাঁরাই শুভেন্দু অধিকারীকে ঘরের ছেলে বলে চিহ্নিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments