নবনির্মিত বাড়ির আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে কাজ করতে নেমে দুই নির্মাণ কর্মীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য।
আসানসোল দমকল বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে।ঘটনাটি ঘটেছে সোমবার আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত ইসমাইল ৬০ ফুট রাস্তার কাছে।স্থানীয় সূত্রে জানা যায়, একটি নতুন বাড়ি তৈরি হচ্ছিল। তার আন্ডারগ্রাউন্ড রিজার্ভার এর ভিতরে নেমে দুই নির্মাণ কর্মী কোন কাজ করছিল। বেশ কিছুক্ষণ যখন দুইজনেরই কোন আওয়াজ বাড়ির অন্যান্য সদস্যরা পাচ্ছিল না। তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে।খবর পেয়ে আসানসোল থেকে দমকল বাহিনীও পৌচ্ছায়।ইতিমধ্যেই মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে।