More
    Homeরাজ্যনারদে কড়া CBI, সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

    নারদে কড়া CBI, সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

    নারদ মামলায় কোমর বেঁধে মাঠে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) ক্যাভিয়েট দাখিল করতে চলেছে সিবিআই। গতকাল কলকাতা নগর দায়রা আদালতে মদন মিত্র (Madan Mitra) , শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) জামিন দিলেও কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt) নিম্ন আদালতের আদেশে স্থগিতাদেশ জারি করে। হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে ধৃত চার হেভিওয়েট নেতারা এখন জেলবন্দি।

    যদিও সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে পড়ায় এসএসকেএমে ভর্তি রয়েছেন। জেল হাসাপাতালে ভর্তি রয়েছেন ফিরহাদ হাকিমও। এদিকে, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নারদ মামলায় ধৃত চার নেতা। জামিন আদেশে স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন জানিয়েছেন তাঁরা। বুধবার কলকাতা হাইকোর্টে নারদ মামলার পরবর্তী শুনানি। সেই শুনানির আগে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করছে সিবিআই। আগামিকাল কলকাতা হাইকোর্টে নারদ মামলার পরবর্তী রায়দানের আগেই সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    নারদে কড়া সিবিআই। অভিযুক্তদের আইনি ফাঁক নেওয়ার কোনও সুযোগ দিতে চাইছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামিকাল কলকাতা হাইকোর্ট অভিযুক্তদের জামিন দিলেও সুপ্রিম কোর্টে সেই জামিন বাতিলের আবেদন করবে সিবিআই। নারদে ধৃত প্রত্যেকেই প্রভাবশালী বলে দাবি সিবিআইয়ের। তাই প্রত্যেককে হেফাজতে নিয়ে জেরা করতে চায় তদন্তকারী সংস্থা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments