More
    Homeবিনোদননারীদিবসে নারী কেন্দ্রিক কিছু ছবি - যা সকলের মন জয় করেছিল

    নারীদিবসে নারী কেন্দ্রিক কিছু ছবি – যা সকলের মন জয় করেছিল

    আজকে আমাদের স্মরণ করতে হবে সেই নারী অর্থাৎ ভগিনী, জায়া, জননীকে নানা রূপে। বিশ্ব এগিয়ে চলেছে, নিজের পথে। আর সেই পথে পুরুষের সঙ্গে সমান্তরালেভাবে রয়েছে নারীশক্তি। ৮ মার্চ পালিত হলো নারী দিবস। এই বিশেষ দিনে স্মরণ করি নারীকেন্দ্রিক এই বলিউড সিনেমাগুলি, যেখানে স্পষ্ট দেখানো হয়েছে যে, নারীরা আজ কারোর থেকে কোনও কিছুতেই পিছিয়ে নেই।

     

     

     

    * মিসেস

     

     

     

    অভিনেত্রী সানিয়া মালহোত্রা অভিনীত সিনেমা ‘মিসেস’। জি ৫ –এ মুক্তি পাওয়া সিনেমা এটি। মালায়ালম ছবি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন’ সিনেমার রিমেক এই ছবি। আরতি কাদভ পরিচালিত ছবি এটি। এই সিনেমাটি এক অতি সাধারণ গৃহবধুর জীবনের উপর ভিত্তি করে লেখা হয়েছে। যেখানে দেখানো হয়েছে গৃহবধূটি বিয়ের আগে তার নাচ নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। কিন্তু তার বিয়ের পর তাসের ঘরের মতোন সেই স্বপ্ন ভেঙে যায়। শ্বশুরবাড়িতে স্বামী, সংগসারের অন্যান্য সদস্যদের জন্য রান্না করা থেকে সংসার গোছাতে গোছাতে মেয়েটি হাঁপিয়ে ওঠেন।

     

     

     

    * ফ্যাশন

     

     

     

    প্রিয়ঙ্কা চোপড়া ও কঙ্গনা রানাওয়াতের অভিনয় মুগ্ধ করেছে সকলকে। ফ্যাশনের প্রতি উচ্চাকাঙ্ক্ষা ও আত্মমর্যাদা সাফল্যের জন্য তারা কী করেছেন তা নিয়েই কিন্তু এই সিনেমার গল্প। এই সিনেমাটি কিন্তু বেশিরভাগ অনুগামীদের খুব পছন্দের। এই ছবিতে আপনিও দেখুন এই বিশেষ দিনে।

     

     

     

    * হাইওয়ে

     

     

     

    ইমতিয়াজ আলীর হাইওয়ে এই সিনেমাটি নিয়ে অনুগামীদের মধ্যে যে আগ্রহের সৃষ্টি করেছিল, তা বলার অপেক্ষা রাখে না। আলিয়া ভাট বীরার চরিত্রে অভিনয় করে সকলকে মুগ্ধ করেছেন। এই সিনেমায় দেখানো হয়েছে একজন মহিলা তার নিজেকে খোঁজার জন্য কত কি করতে পারেন! যিনি অপররণ হবার পর তার জীবনে স্বাধীনতা খুঁজে পেয়েছিলেন।

     

     

     

    * কুইন

     

     

     

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এই ছবিতে অভিনয় করেছেন। তাঁর বড় হওয়াকে কেন্দ্র করেই কিন্তু এই সিনেমাটির গল্প। তার বিয়ে যখন ভেঙে যাওয়ার পর পুরো পৃথিবীকে চেনার জন্য একাই বেরিয়ে পড়েন সে। কীভাবে তার মনে এত সাহস এল, তা জানতে হলে আপনাকেও কিন্তু নারী দিবসে দেখতে হবে এই ছবিটি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments