More
    Homeআন্তর্জাতিকনিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগ্নিকাণ্ড, ৯ শিশু সহ মৃত অন্তত ১৯

    নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগ্নিকাণ্ড, ৯ শিশু সহ মৃত অন্তত ১৯

    আমেরিকার নিউইয়র্ক শহরের এক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে ৯ জন শিশু বলে জানা গিয়েছে। ঘটনায় আরও প্রায় ৬৩ আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৩ জনের অবস্থা খুবই গুরুতর। হাসপাতালে চিকিত্সাধীন আছেন তাঁরা। জানা যায়, রবিবার নিউইয়র্কের ইস্ট ১৮১ স্ট্রিটের একটি ১৯ তলা উঁচু আবাসনে আগুন লাগে৷ নিউইয়র্কের মেয়রের কথায়, সাম্প্রতিককালে নিউইয়র্কে এহেন ভয়াবহ অগ্নিকাণ্ড আর হয়নি।

    নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগ্নিকাণ্ড, ৯ শিশু সহ মৃত অন্তত ১৯

    Read More-Weather: পশ্চিমী ঝঞ্জার জেরে আরও কমল শীত! আগামী ২৪ ঘন্টায় হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

    জানা গিয়েছে, নিহতদের বেশিরভাগই ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গিয়েছেন৷ অনেকের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে৷ আগুন নেভাতে ২০০ জন দমকলকর্মী কাজে নামেন। জানা গিয়েছে প্রাথমিক ভাবে ভবনের দ্বিতীয় এবং তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে। সেই অ্যাপার্টমেন্টগুলির দরজা খোলা থাকায় পরে সেই আগুন ভবনের বাকি জায়গায় ছড়িয়ে পড়ে। ঘটনা প্রসঙ্গে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেন, ‘আমাদের ইতিহাসে এটা অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ড। এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর জানতে পেরেছি। অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে আছেন।’

    বহুতলের আশেপাশে থাকা অনেকেই জানিয়েছেন যে অগ্নিকাণ্ডের সময় বহুতলে থাকা ব্যক্তিরা জানলায় দাঁড়িয়ে কাপড় নাড়াচ্ছিলেন। আগুনে আটকে পড়ে বাঁচার আশায় প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতেই এই কাজ করছিলেন তাঁরা। অগ্নিকাণ্ডের জেরে এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল। ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, শনিবারই ফিলাডেলফিয়ার একটি বাড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে ১২ জনের৷ মৃতদের মধ্যে ৮টি শিশুও ছিল।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments