টেস্টে ঘুরে দাঁড়ানোর লড়াই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ পরিবর্তন করেই নামল টিম ইন্ডিয়া। শুভমন ফিরলেন। থাকলেন সরফরাজও। বসতে হল কেএল রাহুলকেই। পন্থও খেলছেন। দলে ফিরলেন বাংলার বোলার আকাশদীপ। বাদ গেলেন সিরাজ। কুলদীপ যাদবের জায়গায় সুযোগ দেওয়া হল ওয়াশিংটন সুন্দরকে। পুনেতে টসে জিতে ব্যাটিং করছে কিউয়িরা।