গতকাল রাত আনুমানিক বারোটা নাগাদ ইকোপার্ক থানায় খবর আসে যে নিমবনানি পার্কের কাছে স্ট্রিট নাম্বার ৫২৯ এর কাছে একজন টোটোচালক গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। সাথে সাথে পুলিশ ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চার্ণক হাসপাতালে নিয়ে আসা হলে,তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের নাম সুশান্ত ঘোষ, বাড়ি রেকজোয়ানি, রাজারহাট। পেশায় টোটো চালক।
এই ঘটনার তদন্তে নেমে ইকোপার্ক থানার পুলিশ প্রাথমিকভাবে এক দম্পতিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তার সাথে সাথে এলাকার সমস্ত CCTV খতিয়ে দেখাও শুরু হয়। CCTV খতিয়ে দেখে দুজনকে সনাক্ত করা যায় যারা গতকাল রাতে মৃত সুশান্ত ঘোষের টোটোয় উঠেছিলেন। তদন্তে আরো উঠে আসে যে ওই দুইজনের মধ্যে একজন গত পরশু টোটো ভাড়া করার জন্য সুশান্ত ঘোষের সাথে যোগাযোগ করেছিলেন। এই দুজনকে চিহ্নিত করার পর জানা যায় দুজনই অপ্রাপ্তবয়স্ক।
এরপর তাদের দুজনকেই ইকো পার্ক থানায় নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসাবাদে তারা দুজনেই তাদের অপরাধ স্বীকার করে।
প্রাথমিকভাবে আটক হওয়া দম্পতিকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। ঘটনায় মৃতের বাবা সুধীর ঘোষের অভিযোগের উপর ভিত্তি করে নির্দিষ্ট ধারায় তদন্ত শুরু করেছে পুলিশ ।