কীভাবে বুঝবেন আপনার স্কিন সুপার ড্রাই?
ত্বক একেবারেই রুক্ষ হয়ে যায়
সারাদিনই ত্বক মলিন ও ফ্যাকাশে দেখায়
শাওয়ার নেওয়ার পরপর শরীরের ত্বকে টানটান অনুভব হয়
অনেক সময় ইচিনেস বা চুলকানোর মত সমস্যা দেখা দেয়
অল্প বয়সে বলিরেখা পড়ে যায় স্কিনে
স্কিনে অনেক সময় লালচেভাব দেখা দিতে পারে
ডেড স্কিন সেলস পাইল আপ হয়ে থাকে
ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে যায়
শীতকালে শুষ্ক ত্বকের যত্নে আমাদের সারাদিনের রুটিনে কিছু পরিবর্তন আনলেই কিন্তু অনেক সমস্যার সমাধান আপনা আপনি হয়ে যাবে! চলুন তাহলে জেনে নেই! নিখুঁত মেকআপ লুক পেতে হলে স্কিন কেয়ারের দিকে আগে মন দিতে হবে। স্কিন হেলদি হলেই আপনার মেকআপ লুক হবে ফ্ললেস!
নিখুঁত মেকআপ লুক পেতে শীতকালে শুষ্ক ত্বকের যত্ন
ঘুম থেকে উঠেই যে কাজগুলো করতে ভুলবেন না
১) আমাদের একেক জনের স্কিন টাইপ একেক রকম। তাই প্রথমেই সকালে ঘুম থেকে উঠে আমাদের স্কিনের ধরন অনুযায়ী ফেইসওয়াশ দিয়ে মুখ ক্লিন করে নিতে হবে। শীতে ময়েশ্চারাইজিং ফেইস ওয়াশ ইউজ করতে পারলে ভালো।
২) ফেইস প্রোপারলি ক্লিন করা হলে সাথে সাথেই স্কিন টাইপ অনুযায়ী ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে।লাইট ফর্মুলার বা জেল বেইজড ময়েশ্চারাইজার অনেকেই প্রিফার করেন। এতে স্কিনে হেভি ফিল হয় না, তাড়াতাড়ি অ্যাবসর্ব হয়ে যায়।
৩) শীতকালে শুষ্ক ত্বকের যত্নে স্ক্রাব বা এক্সফোলিয়েটর ইউজ করা মাস্ট। সপ্তাহে অন্তত একবার স্ক্রাবিং করতে হবে। এতে ডেড স্কিন সেলস রিমুভ হয়ে যাবে সহজেই। পাশাপাশি স্কিনের কালচেভাবও কমে আসবে।
বের হওয়ার আগে অবশ্যই যা করবেন
শীতকালে সূর্যের আলো খুব বেশি প্রখর হয় না বলে আমরা অনেকেই সানস্ক্রিন ব্যবহারে অনীহা করি। অথচ তখন বুঝতেই পারি না, সামান্য এই অবহেলায় আমরা আমাদের স্কিনের কী পরিমাণ ক্ষতি করছি। তাই,
১) শীতের আরাম আরাম রোদেও সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না। সানস্ক্রিন হতে পারে ক্রিম বা লোশন বেইজড, তবে কোনোভাবেই এটি স্কিপ করা যাবে না আমাদের ডে কেয়ার রুটিন থেকে।
২) বাহিরে বের হওয়ার সময় এমন সানস্ক্রিন ব্যবহার করতে চেষ্টা করুন, যাতে অন্তত এসপিএফ ৩০ আছে। সানস্ক্রিন অ্যাপ্লাই করে এরপর বিবি ক্রিম বা ফাউন্ডেশন ইউজ করুন। এতে ত্বক থাকবে সুরক্ষিত।