অনুষ্ঠান শেষ হয়েছে বহু আগেই, ফেরেননি বাড়ি! পরিবারের সঙ্গে যোগাযোগও ছিল বিচ্ছিন্ন। তারপরেই দায়ের করা হয় নিখোঁজ ডায়েরি কৌতুকাভিনেতা সুনীল পালের নামে। মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় অভিযোগ দায়ের করেন সুনীলের স্ত্রী সরিতা। কিছুটা সময় যাওয়ার পর অবশেষে খোঁজ পেলে কৌতুকাভিনেতার। গত সোমবার একটি অনুষ্ঠানে মুম্বইয়ের বাইরে যেতে হয় সুনীলকে। কিন্তু বাড়ি ফেরার কথা ছিল মঙ্গলবারেই। কিন্তু এমনটা না হওয়ায় দুশ্চিন্তায় পড়েন স্ত্রী। কোথায় ছিলেন তিনি? অপহরণ করা হয়েছিল তাঁকে? অভিনেতা নিজেই দাবি করেন দিল্লিতে ছিলেন তিনি। ফোন চুরি হয়ে যাওয়ায় যোগাযোগ করতে পারেননি কারও সঙ্গে। স্ত্রী সরিতা জানান ইতিমধ্যেই স্বামীর সঙ্গে তাঁর কথা হয়েছে। পুলিশের সঙ্গেও সুনীলের কথা হয়েছে।