More
    Homeঅনান্যনিজেই তৈরি করুন 'হোয়াইটেনিং ডে ক্রিম'

    নিজেই তৈরি করুন ‘হোয়াইটেনিং ডে ক্রিম’

    উপকরণ ও পরিমাণ:

     

    – ১ টেবিল চামচ লেবুর রস

    – ৩ টেবিল চামচ গোলাপ জল

    – ১ টেবিল চামচ চন্দন গুঁড়া

    – ১ টেবিল চামচ শসা গুঁড়া

    – ১ টেবিল চামচ অর্গানিক মধু

    – ১/২ টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল

    – ১/২ টেবিল চামচ আলমন্ড অয়েল

    – ২ টা ভিটামিন ই ক্যাপ

    – ২-৩ ফোঁটা আরগান অয়েল

    – ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল

    – ৩-৪ টা জাফরান

    – ছাঁকনি

    – পরিষ্কার, এয়ার টাইট জার

     

    যেভাবে তৈরি করবেন:

     

    (১) শুরুতেই লেবুর রস বের করে নিন।

     

    (২) অ্যালো প্লান্ট থেকে একটি অ্যালো ডাঁট কেটে ছুড়ি ও চামচের সাহায্যে ভেতরের জেলি বের করে নিন। আর না হলে প্রসেসড অ্যালো জেল ও ব্যবহার করতে পারেন। যেমন- ‘Nature’s Republic Aloe Gel’ টাও ভালো।

     

    (৩) ভালো ব্র্যান্ডের গোলাপ জল সংগ্রহ করুন।কিংবা নিজে বানিয়ে নিতে পারেন। নিজে বানিয়ে নিতে দেখে নিন গোলাপ জল তৈরির রেসিপি।

     

    (৪) এক্সট্রা ভার্জিন, পিউর অয়েল সংগ্রহ করুন।

     

    (৪) চন্দন ও শসা গুঁড়া করে নিন।নিজে বানিয়ে নিতে পারেন অথবা কিনেও নিতে পারেন।মশলার দোকানে ও অনলাইনে কেনা যাবে।

     

    (৫) এবার লেবুর রস, গোলাপ জল, চন্দন ও শসার গুঁড়া ভালো মত মেশান।

     

    (৬) হাতের তালুতে জাফরান কচলে নিন ও আগের মিশ্রণে মেশান।

     

    (৭) মিশ্রণটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন।

     

    (৮) এখন বাকি উপকরণগুলো যেমন মধু, অয়েল, অ্যালো জেল যোগ করে ভালো করে মেশাতে থাকুন।

     

    (৯) ঘন, ক্রিমের মত পেষ্ট হয়ে গেলে পরিষ্কার পাত্রে সংরক্ষণ করুন এবং ফ্রীজে রেখে দিন।

     

    (১০) হয়ে গেল ঘরে তৈরি হোয়াইটেনিং ডে ক্রিম; যা ৫-৭ দিন ভালো থাকবে।

     

    দিনের বেলা যেকোন সময় পরিষ্কার ত্বকে ব্যবহার করুন এ মিরাকল ডে ক্রিম। আপনার ত্বকের যাবতীয় সমস্যা দূর করে ত্বককে করবে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও টানটান।

     

    কোথায় পাবেন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, আরগান অয়েল এবং অ্যালোভেরা জেল ?

     

    তেলগুলো সংগ্রহ করা কষ্ট সাপেক্ষ মনে হলে নিশ্চিন্তে আর নির্দ্বিধায় চলে যেতে পারেন । সেখানে এক্সট্রা ভার্জিন অলিভ ওয়েল, আরগান অয়েল এবং ন্যাচার রিপাব্লিক অ্যালো জেল কিনতে পাবেন সুলভে; যেগুলো আসলও বটে। এছাড়াও পাবেন সাজগোজের অনলাইন শপ-এও। আজ এ পর্যন্তই।

     

    সবারের সুসাস্থ্য ও সৌন্দর্য্য কামনায় শেষ করছি। ব্যবহার করে কেমন লাগলো তা জানাতে ভুলবেন না।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments