নিজেকে যতই ফিট বলে দাবি করুক না কেন, অস্ট্রেলিয়া সফরে ডাকা হল না মহম্মদ শামিকে। নিউজিল্যান্ড সিরিজের মাঝপথেই বর্ডার-গাভাসকর ট্রফির দল ঘোষণা করে দিল বিসিসিআই। রোহিত শর্মার নেতৃত্বে মোট ১৮ সদস্যের দলে অবশ্য সুযোগ পেয়েছেন বাংলার দুই ক্রিকেটার। প্রত্যাশিতভাবেই দলে রয়েছেন আকাশ দীপ। সেইসঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন অভিমন্যু ঈশ্বরণ। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্সের জন্যই এই ডাক পেলেন অভিমন্যু। রিজার্ভদের মধ্যে রয়েছেন বাংলার মুকেশ কুমারও। চোট লাগায় অস্ট্রেলিয়া সফরের দলে রাখা হয়নি কুলদীপকে। নিউজিল্যান্ড সিরিজের পর অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল।
বর্ডার-গাভাসকর ট্রফির ভারতীয় দল:
রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমন গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, ঋষভ পন্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর। (রিজার্ভ: মুকেশ কুমার, নভদীপ সাইনি, খলিল আহমেদ)