More
    Homeখবরনিজের দেশেই বন্ধ হচ্ছে দুয়ার! জীবনের শেষ ম্যাচ খেলতে চলেছেন শাকিব

    নিজের দেশেই বন্ধ হচ্ছে দুয়ার! জীবনের শেষ ম্যাচ খেলতে চলেছেন শাকিব

    বৃহস্পতিবার কানপুরে শুরু হচ্ছে ভারত – বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর তিনটি টি – ২০ ম্যাচ হবে দু’দলের মধ্যে। কানপুরেই সম্ভবত জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলতে চলেছেন শাকিব আল হাসান। তার হাত ধরেই বিশ্বমঞ্চে বাংলাদেশ ক্রিকেটের প্রতিষ্ঠা। সূত্রের খবর, বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ শাকিবকে আর দলে রাখতে চায় না। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাকে ছেটে ফেলতে চেয়েছিলেন অনেকেই, কিন্তু দেশের ভেতর তার ভক্ত সংখ্যা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ভয়ে সেই সময় তাকে পাকিস্তান সফরে অন্তর্ভুক্ত করা হয়। পাক সফর শেষে আর দেশে ফেরেননি শাকিব। করাচি থেকে লন্ডন হয়ে ভারতে এসেছেন। বাংলাদেশ বোর্ড বিশ্বের দুয়ারে প্রতিষ্ঠা করে দিয়েছেন, শাকিবকে নিয়ে তাদের কোনো রকম প্রতিহিংসা মূলক মনোভাব নেই। এবার শাকিবকে ছেঁটে ফেলার পালা। গতকালই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান সেই ইঙ্গিত দিয়েছেন শাকিবকে। দু’জনের মধ্যে ফোনে অনেকক্ষণ কথাও হয়েছে।

     

    সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই প্রসঙ্গ উঠলে শাকিব বলেন, “আমার এখন নতুনদের জন্য জায়গা ছেড়ে দেবার সময় এসেছে। এ নিয়েই বোর্ডের সঙ্গে আলোচনাও হয়েছে। আমি শুধু অনুরোধ করেছি, আগামী মাসে দক্ষিণ আফ্রিকা আসবে বাংলদেশে, আমি যেন মিরপুরে প্রথম টেস্টটা খেলে ঘরের মাঠে বিদায় নিতে পারি। কারণ আমি আজ এই জায়গায় পৌঁছতে পেরেছি দেশের মানুষ সঙ্গে ছিল বলেই। এই কারনেই ঘরের মাঠে বিদায়ী ম্যাচটা খেলতে চাই।” এ ব্যাপারে বোর্ডের কী মনোভাব সেটা জানতে চাওয়া হলে তিনি বলেন, ” নিরাপত্তার একটা বিষয় আছে, আমি দেশে ফিরলে কোনও বিপদ হতে পারে, এমন ভয়তো আছে। বোর্ড তাই এখনও এ ব্যাপারে কোনও নিশ্চয়তা দেয়নি। যদি শেষপর্যন্ত ঘরের মাঠে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ না পাই, তাহলে আমার শেষ টেস্ট ম্যাচ হবে কানপুরেই।” দেশে পট পরিবর্তনের সময় কানাডায় ছিলেন শাকিব। সেখানেও বাংলাদেশীরা তাকে হেনস্থা করতে ছাড়েনি। দেশে তাঁর বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। বর্তমানে পরিবারকে রেখেছেন আমেরিকায়। এই সিরিজ শেষ হলে শাকিব দেশে পা রাখবেন, নাকি ভিন দেশে আশ্রয় নেবেন সেই নিয়েই চলছে জল্পনা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments