নিজের বাড়ির সরস্বতী পুজোয় মুখ্যমন্ত্রীকে পুরোহিত হিসাবে আমন্ত্রণ জানালেন শ্রীলেখা মিত্র। ফেবসুকে একটি ভিডিয়ো শেয়ার করেছেন শ্রীলেখা। যেখানে সরস্বতী পুজোর মন্ত্র উচ্চারণ করছেন মুখ্যমন্ত্রী। বঙ্গসফরে এসে সম্প্রতি অমিত শাহ অভিযোগ করেন ‘বাংলায় সরস্বতী পুজো হত না। দুর্গাপুজো হয় না। গেরুয়া শিবিরের চাপে কয়েকবছর পর রাজ্যে সরস্বতী পুজো চালু হয়েছে’। এর পালটা জবাব দিতে মুখ্যমন্ত্রী এক জনসভায় পালটা দাবি করেন,’আগে সরস্বতী পুজোর মন্ত্র বলুক’। এরপর মুখ্যমন্ত্রী নিজে সরস্বতী পুজোর মন্ত্র বলতে শুরু করেন। কিন্তু সরস্বতী বন্দনা বলতে গিয়ে ‘কুচযুগশোভিত মুক্তাহারে’ এই জায়গাটিতে উচ্চারণের গণ্ডগোল হয় মুখ্যমন্ত্রীর। পৈলানে মমতার ভাষণের এই অংশটুকু ফেসবুকের দেওয়ালে শেয়ার করে শ্রীলেখা লেখেন, ‘আমার বাড়িতে নেক্সট সরস্বতী পুজোর পুরো হিট আপনি… হবেন মাননীয়া?’, হ্যাঁ, শব্দের কারসাজিতে পুরোহিত শব্দটিকে এইভাবে ব্যবহার করেছেন শ্রীলেখা। সঙ্গে হ্যাশট্যাগে নারীশক্তি যোগ করেও ভোলেননি অভিনেত্রী।