নিজের রিভলবার থেকে গুলির আঘাতেই আহত হয়েছিলেন অভিনেতা গোবিন্দা। জানা গিয়েছিল রিভলবার পরিষ্কার করে রাখতে গিয়েই গুলি লেগে জখম হন তিনি। তবে সত্যিই কি এমনটাই ঘটেছিল? বয়ানে সন্তুষ্ট নয় জুহু থানার পুলিশ। হ্যাঁ, ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তভার এসে পড়েছে জুহু থানার পুলিশের উপরে। জানা যায়, মঙ্গলবার ভোর ৪.৪৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। আর ঘটনাচক্রে এইদিনই কলকাতায় আসার কথা ছিল অভিনেতার। রওনা দেওয়ার আগে সেটি হাত থেকে পড়ে গিয়েই ঘটে বিপত্তি! সেই সময় নাকি ‘আনলকড’ ছিল রিভলবারটি। সত্যিই কি তাই! একাধিক প্রশ্নচিহ্নের মুখে জুহু থানার পুলিশ।