Wednesday, June 7, 2023
HomeUncategorizedনিজের হবু শাশুড়ির দিকে জুতো নিয়ে তেড়ে গেল মিঠাই! আসল কেসটা কী?

নিজের হবু শাশুড়ির দিকে জুতো নিয়ে তেড়ে গেল মিঠাই! আসল কেসটা কী?

‘মিঠাই’ বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক। প্রায় তিন বছর ছুঁতে চলল মিঠাই, তবে তার রাজত্ব ফিকে পড়েনি। গল্পে এসেছে নতুন মোর, আর এভাবেই দর্শকদের ধরে রেখেছে। গল্পের সব থেকে বড় টুইস্ট হলো মিঠাই এর মৃত্যু। এরপর গল্পে সকো আর মিঠির এন্ট্রি এক নতুন রূপ এনে দেয়।

ভিডিও দেখতে হুবহু মিঠা এর মত এবং দুষ্টু মিষ্টি স্বভাবে দর্শকদের মন জয় করেছিল। তারপরই নির্মাতা চাহিদার তাগিদে মিঠাইকে ধারাবাহিকে বাধ্য হয়। দর্শকরা ভেবেছিলেন হয়তো সিদ ও মিঠাইয়ের মাঝে আসবে মিঠি কিন্তু তা হয়নি।

গল্পের তাল মেলাতে মিঠির সঙ্গে মিল করানো হয় ডাক্তার রোহিতের। সিডের প্রতি টান থাকা সত্ত্বেও যাতে বিদায় ভালো থাকে তাই ডাক্তার রোহিতকেই বিয়ে করে মিঠি। তারপরেই দরজাল শাশুড়ি নাগালে পড়ে মিঠি। তাই মাঝে মাঝে উপস্থিত বুদ্ধি দিয়ে শাশুড়িকে ঠান্ডা করার নানা ফন্দি আটতে থাকে।

কিন্তু আসল কথা হলো এটি কিছুই করতে পারেনা এমনকি রান্নাও না। এবার মিঠাই শাশুড়ির মন জেতার জন্য মিঠিকে সাহায্য করে। কিন্তু সবাই ভয় পায় মিঠির আবার উল্টোপাল্টা কিছু না করে বসে এই ভেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments