More
    Homeখবরনিট কাউন্সিলিংয়ের আর্জি বাতিল করলো শীর্ষ আদালত, এনটিএ-কে নোটিস সুপ্রিম কোর্টের

    নিট কাউন্সিলিংয়ের আর্জি বাতিল করলো শীর্ষ আদালত, এনটিএ-কে নোটিস সুপ্রিম কোর্টের

    নিট পরীক্ষা নিয়ে ফের সুপ্রিম করতে ধাক্কা এনটিএ-র। আবারও কাউন্সিলিংয়ের স্থগিতাদেশ খারিজ করে দিলো সুপ্রিম কোর্ট। অন্যদিকে আবার ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নোটিস পাঠানো হয়েছে। গত ৮ জুন যে আবেদন শীর্ষ আদালতে জমা পড়েছিল তার পরিপ্রেক্ষিতে এই নির্দেশিকা জারি করেছে আদালত। এর আগে বৃহস্পতিবার এই মামলায় তিন হাইকোর্টে শুনানিকে চ্যালেঞ্জ করা আবেদনে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। সেই আবেদনে নতুন করে মেডিকেল এন্ট্রেন্স পরীক্ষা নেওয়ার আর্জি জানানো হয়েছিল। অবকাশ কালীন বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে হয় মামলার শুনানি এবং তাতে এনটিএকে নোটিস পাঠিয়েছে আদালত।

     

    নিট পরীক্ষায় দুর্নীতির সিবিআই তদন্তের দাবি করে মামলা দায়ের করা হয়েছিল। এদিকে আগামী ৬ জুলাই থেকে নিট পরীক্ষার কাউন্সিলিং শুরু হওয়ার কথা। কিন্তু এনটিএ-র জবাবের পরেই এই নিয়ে সিদ্ধান্ত নেবে আদালত। নিট পরীক্ষায় ব্যপক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। ৩০ থেকে ৩২ লক্ষ টাকায় প্রশ্ন পত্র বাইরে বিক্রি হয়েছে বলে প্রকাশ্যে এসেছে তথ্য। এই নিয়ে বিরোধীরা সরব হয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী তীব্র প্রতিবাদ জানিয়েছেন এই ঘটনাকে অবলম্বন করে। দেশের ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। বিজেপি শাসিত গুজরাট, মধ্যপ্রদেশেই প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছিলেন তিনি। ডার্ক নেটে প্রশ্ন ফাঁস হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পাল্টা এই নিয়ে তৃণমূল কংগ্রেসও সরব হয়েছেন। যাঁরা নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এবার তাঁরা কি করবেন তা নিয়েই উঠছে প্রশ্ন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments