নিমতিতা বিস্ফোরণ-কাণ্ডে এনআইএ তদন্তকারী দল পৌঁছাল মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে। মঙ্গলবার দিল্লিতে মামলা রুজু করে বুধবার বিকেলে নিমতিতা স্টেশনে এসে পৌঁছান এনআইএ-র তদন্তকারীরা। খতিয়ে দেখেন ঘটনাস্থল।
ইতিমধ্যেই সিআইডি তদন্ত নেমে তিনজনকে গ্রেফতার করেছে এই মামলায়। পুরোনো শত্রুতার কারণেই মন্ত্রী জাকির হোসেনকে খুনের ছক কষা হয়েছিল বলে অনুমান সিআইডি-র।
বুধবার বিকেলে এনআইএ-র ৪সদস্যের প্রতিনিধি দল আসে নিমতিতা স্টেশনে। স্টেশন মাস্টারকে নিয়ে এনআইএ তদন্তকারী আধিকারিকরা ২ নম্বর প্ল্যাটফর্ম পরিদর্শন করেন। ঠিক কী ভাবে বোমা বিস্ফোরণ হয়েছিল তা নিয়েই ছিল তদন্ত।