Friday, March 24, 2023
Homeরাজ্যনির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ হলেন প্রধান শিক্ষকরা

নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ হলেন প্রধান শিক্ষকরা

নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ হলেন প্রধান শিক্ষকরা। বুধবার প্রধান শিক্ষকদের সংগঠনের পক্ষে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে। মামলা গ্রহণ করেছে আদাল। ১ মার্চ তার শুনানি হতে পারে বলে জানানো হয়েছে।

রাজ্যে প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের তরফে জানানো হয়েছে, প্রধান শিক্ষকদের ওপর স্কুল পরিচালনার গোটা দায়িত্ব থাকে। তাঁদের ভোটের দায়িত্ব পালন করতে হলে স্কুলের পঠনপাঠন ও অন্যান্য কাজে ক্ষতি হয়। তাছাড়া বহু প্রধানশিক্ষককে অপেক্ষাকৃত অধঃস্তন নির্বাচনী আধিকারিকের দায়িত্ব দেওয়া হয়েছে। যা প্রধানশিক্ষক শিক্ষিকাদের জন্য অবমাননাকর। এই নিয়ে আগে থেকে কমিশনকে জানানো হলেও ফল হয়নি’। বিচারপতি অনিরুদ্ধ বসুর এজলাসে দায়ের এই মামলার শুনানি হবে আগামী ১ মার্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments