Thursday, October 5, 2023
Homeরাজনৈতিকনির্বাচনী নির্ঘন্ট ঘোষণার আগেই রাজ্যের শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা...

নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার আগেই রাজ্যের শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার আগেই রাজ্যের প্রায় ৫৬ হাজার ৫০০ জন শ্রমিকের দৈনিক মজুরি বৃদ্ধি করা হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ট্যুইট করে এই খবর জানিয়েছেন।

শুক্রবার নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকের আগে ভোট বাংলায় শেষ মাস্টারস্ট্রোক দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দৈনিক ভিত্তিতে কাজ করা শ্রমিকদের মজুরি বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার। টুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন নগরকেন্দ্রীক কর্মসংস্থান প্রকল্পের আওতায় অদক্ষ শ্রমিকদের (মোট সংখ্যা ৪০,৫০০) দৈনিক বেতন ১৪৪ টাকা থেকে বাড়িয়ে ২০২ টাকা, স্বল্পদক্ষ শ্রমিকদের(৮,০০০ জন) ক্ষেত্রে ১৭২ টাকা থেকে বাড়িয়ে ৩০৩ টাকা ও নতুন সৃষ্টি করা দক্ষ শ্রমিকদের (৮০০০ জন) দৈনিক বেতন করা হলো ৪০০ টাকা। তিনি জানান, এই অর্থ বাজেটে বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, এবার বাজেটে ৪৫ হাজার শ্রমিককে ১০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।ভোটের দিন ঘোষণা হলে গেলেই লাগু হয়ে যাবে নির্বাচনী বিধি। তারপর সরকারের তরফ থেকে কোনও ঘোষণা করা যাবে না। তাই দিন ঘোষণার ঠিক আগেই প্রায় ৫৬ হাজার ৫০০ জন শ্রমিকের দৈনিক মজুরি বৃদ্ধির কথা জানালেন মুখ্যমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments