আজ মালদার গাজোলের কলেজ মাঠে জনসভা করবেন তিনি। আজ মালদায় যোগী আদিত্যনাথের জনসভাকে কেন্দ্র করে বলা যায় উত্সাহ উদ্দীপনায় ভরপুর মালদার বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে মালদাবাসী। সংখ্যালঘু অধ্যুষিত মালদায় কী বার্তা দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সেদিকেই নজর রয়েছে সকলের। পাশাপাশি তাঁর মঞ্চে আজকে কী চমত্কার অপেক্ষা করে আছে সেদিকেও নজর থাকবে সকলের।
আজকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর জনসভায় উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, বিজেপি নেতা সায়ন্তন বসু, সাংসদ অর্জুন সিং সহ অনেকেরই।
আজ পশ্চিমবঙ্গে পা রাখার আগে যোগী আদিত্যনাথের অফিসিয়াল ট্যুইটার পেজে তাঁর মালদায় প্রচারের কথা জানানো হয়। লেখা হয়, ‘মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথজী মহারাজ বাংলার মালদায় নির্বাচনী প্রচারে আসছে।’ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভার আগে রীতিমত সাজোসাজো রব মালদা জুড়ে। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে চারদিক।