পরিবর্তনে যাত্রার রথ এবার পুরুলিয়ায় । নির্বাচনী প্রচারে বিজেপির পরিবর্তন যাত্রা প্রবেশ করলো পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভায় । রাজ্যের সবকটি বিধানসভা ছুঁয়ে যাবে।এর সঙ্গে বেশ কয়েক জায়গায় জনসভা করার কথা থাকলেও নির্বাচন ঘোষনা হওয়ায় সভা নাও হতে পারে। বলে বিজেপি সূত্রে জানান হয়। এবারের নির্বাচনে শাসক বিরোধীর তেমন কোনো ইশতেহার না থাকায় ভোট প্রচারের নানা কৌশল। বৈদুতিক মাধ্যমে গান , মিম , ট্রোল , ভিডিও এসবের মধ্যেই বাজার গরম হয়ে উঠছে । শাসক দলের উন্নয়নের রথকে পরাস্ত করতে পরিবর্তন যাত্রার রথ । বিজেপির তরফে জানানো হয় এ রথ কুরুক্ষেত্রের রথ নয় পরিবর্তন যাত্রার রথ । দুর্নীতি অবসানের বিরুদ্ধে বিরুদ্ধে পরিবর্তন যাত্রা । এদিন ডিসেরগড় ঘাট আনুষ্ঠানিক উদ্বোধন করে যাত্রা শুরু করে । এই কয়েকদিন পুরুলিয়ার সবকটি বিধানসভা ছুঁয়ে অন্যত্র চলে যাবে যাবে । এদিন ডিসেরগড়ে কর্মী সমর্থকদের উত্সাহ উদ্দীপনা ছিল চোখ পড়ার মত ।
- Advertisement -
- Advertisment -